ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা কাজ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলনের অভিযোগ আনা হয়। এছাড়া পরিষদের অন্যান্য সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানির অভিযোগও করেন আন্দোলনকারীরা।
উপস্থিত ইউপি সদস্যরা জানান, শাহ আলমের দুর্নীতির কারণে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে। বারবার প্রতিবাদ করেও কোনো সুরাহা না হওয়ায় তারা সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। বিক্ষোভ সমাবেশ থেকে “দুর্নীতিবাজ শাহ আলমের ঠাঁই নেই এই পরিষদে” ও “জনগণের ট্যাক্সের টাকা ফেরত চাই” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, তারা অতিদ্রুত শাহ আলমের অপসারণ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদান করবেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।