গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রীয়াজ

রাজশাহী প্রতিনিধি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে আর কখনও ‘রাতের ভোট’ হওয়ার সুযোগ থাকবে না। গত ১৬ বছর নির্বাচনের নামে যে প্রতারণা করা হয়েছে, গণভোটের মাধ্যমে সেই পথ চিরতরে বন্ধ হবে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম যেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি গড়ে তোলা যায়। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করতে এ ব্যবস্থাকে বাতিল করে দেয়। আসন্ন গণভোটে জনগণ সম্মতি দিলে দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং একটি স্থায়ী ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বাংলাদেশ দুর্নীতি ও লুটপাটের এক ভয়ংকর অবস্থায় এসে দাঁড়িয়েছিল। দুদকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্যই ‘জুলাই সনদ’ ও এই গণভোট। অতীতের গণভোটগুলো ক্ষমতার লোভে হলেও এবারের গণভোট হচ্ছে জনগণের রায় নিয়ে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করা।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার। তিনি বলেন, “গত ১৬ বছর আমরা একটি দানবীয় ব্যবস্থার মধ্য দিয়ে এসেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই এবারের রাষ্ট্র সংস্কারের গণভোট। এই গণভোট ব্যর্থ হওয়া মানে আমাদের স্বাধীনতাই ব্যর্থ হয়ে যাওয়া।”

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় বারো শতাধিক ইমাম এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *