নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের সরাসরি নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে। থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন আস্তানাগুলোতে এই তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জনই চিহ্নিত মাদক ও ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। বাকি ৩ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে ওসি হাফিজুর রহমান বলেন, “এলাকায় চুরি, ছিনতাই এবং মাদকের প্রভাব কমাতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। হাজারীবাগকে অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
পুলিশের এই ঝটিকা অভিযানকে স্বাগত জানিয়েছেন হাজারীবাগের স্থানীয় বাসিন্দারা। নিয়মিত এমন অভিযান চললে এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য কমে আসবে বলে মনে করছেন তারা।