কিশোরগঞ্জ প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন ‘কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন এই কমিটিতে মোজাম্মেল হোসেনকে প্রেসিডেন্ট এবং ফরহাদ আহামেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হাসান।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন আগামীতে যুবকদের কল্যাণে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে। সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।