নলছিটিতে ‘দারুল হিকমাহ মডেল মাদ্রাসা’র যাত্রা শুরু: নৈতিক শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব বারইকরণ (হাজী বাড়ি) এলাকায় এক মহতী উদ্যোগের মধ্য দিয়ে ‘দারুল হিকমাহ মডেল মাদ্রাসা’র আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অলাভজনক এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠাতার উদ্দেশ্য ও পরিকল্পনা: মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আব্দুল মতিন আকন। মূলত নলছিটি পৌর এলাকার সবুজবাগের কৃতি সন্তান তারেক-এর অর্থায়নে এবং ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর পৈত্রিক গ্রামে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনকভাবে পরিচালিত হবে।

উদ্বোধনী বক্তব্য ও কারিকুলাম: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আলেম-ওলামায়ে কেরাম বলেন, আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল দ্বীনি শিক্ষাই যথেষ্ট নয়। এই মাদ্রাসায় পবিত্র কুরআনের শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের সমন্বয়ে একটি যুগোপযোগী পাঠ্যক্রম অনুসরণ করা হবে, যা শিক্ষার্থীদের নৈতিকভাবে সমৃদ্ধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

ভর্তির তথ্য: মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে নার্সারি বিভাগ দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে এখানে হিফজ বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ওই এলাকার পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *