নিজস্ব প্রতিবেদক:- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে লন্ডন থেকে আসা উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি গেট দিয়ে বাইরে বের হয়ে তিনি দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সংকটাপন্ন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে।