দ্বিতীয় দিনে নলছিটিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

২০২৪ সালের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নলছিটির পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে ১০ দিনের কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে তারা অবস্থান কর্মসূচিও পরিচালনা করছেন।

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শামীম আহম্মদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদা আক্তার এবং পরিবার কল্যাণ সহকারী তাহমিনা আক্তার বক্তব্য রাখেন।

কর্মীদের এই কর্মবিরতির কারণে উপজেলার জন্মনিয়ন্ত্রণ সেবা, বাড়ি বাড়ি গিয়ে সেবা কার্যক্রম এবং কিশোর-কিশোরী সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ জনগণ কিছুটা ভোগান্তির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে গ্রামের নারী–শিশু, গর্ভবতী মহিলা ও কিশোর-কিশোরীগণ স্বাস্থ্যসেবায় বিলম্বের সম্মুখীন হয়েছেন।

কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাসিক রিপোর্ট বন্ধ রাখা, ৬–১১ ডিসেম্বর ঘোষিত সেবা সপ্তাহ বর্জন এবং অফিসে অবস্থান কর্মসূচি পালন। কর্মসূচির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) স্ব স্ব উপজেলা অফিসে অবস্থান করেছেন।

কর্মীরা দাবি জানিয়েছেন, দীর্ঘদিন পূর্ব ঘোষণা করা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তারা পদোন্নতি, সার্ভিস রুলস ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারেরও দাবি তুলেছেন। দেশের অন্যান্য জেলায়ও পরিবার পরিকল্পনা কর্মীদের একই ধরনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদেশে এই আন্দোলন শুধু কর্মীদের অধিকার নিশ্চিত করার বিষয় নয়, এটি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *