হাজারো শীতার্ত মানুষের পাশে “ডাঃ বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন”

উলিপুরে এক হাজার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের নয়টি উপজেলার মতো উলিপুরেও জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস ও নিম্ন তাপমাত্রায় দুর্ভোগে পড়েছেন অসহায় ও নিম্নআয়ের মানুষ। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বরাবরের মতো এবারও পাশে দাঁড়িয়েছে “ডাঃ বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন”।

বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুলের উদ্যোগে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের এক হাজার দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দীঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনা ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“মানুষের কল্যাণে আমাদের এই মানবিক যাত্রা থেমে থাকবে না। আমরা চাই কেউ যেন অভাবের তীব্রতায় কষ্ট না পায়। বিশেষ করে শীতকালে কোনো পরিবার যেন ঠান্ডায় কাঁপতে না হয়। সমাজের সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে শুধু শীতেই নয়, সারা বছরই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় শক্তি, আর এই দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করবো।”

কম্বল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে জানান, কঠোর শীতে এ সহায়তা তাদের জন্য বড় সহায়ক। শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

অনুষ্ঠানের শেষে সকলের কল্যাণ, শান্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *