কুড়িগ্রাম প্রতিনিধি:- বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, শারীরিকভাবে অক্ষম মানুষের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও সম্মান দেখানো সামাজিক দায়িত্ব। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুযোগ-সুবিধায় সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন সফল প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ৫ জনকে সম্মাননা উপহার প্রদান করা হয়।