ফার্মগেটের গ্রীণ সুপার মার্কেটের সামনে দাঁড়িপাল্লার সমর্থনে ছাত্র–জনতার সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক–

২ ডিসেম্বর দুপুরে ঢাকা–১২ আসনের পশ্চিম তেজতুরি বাজার মহল্লার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে “দুর্নীতি, লুটপাট ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার” প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, “দুর্নীতি, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদেরকে দৃঢ় সংকল্পে অটল থাকতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে কোনো ভয়-ভীতি বা প্রলোভনের কাছে নত হওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “মাদক শুধু একজন মানুষকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে রক্ষায় কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে।”

তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর এস. এম. মনির আহমাদ, শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল হক, আলী আকবর হোসাইন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এ ছাড়া শিবির নেতা মেহেদী হাসান, শ্রমিক নেতা আহসান হাবীব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সমাবেশে অংশ নেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *