নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাতটি সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে এসআই খালিদ হাসান তন্ময়, এসআই মো. তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহমেদ, এএসআই মনছুরুল আলম ও এএসআই রিগান চাকমার নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দায়রা ও সিআর মামলাসহ মোট ৭টি সাজা পরোয়ানা এবং একাধিক প্রসেসযুক্ত মামলায় পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, পিতা—হাজী মোহাম্মদ আলী, সাং—প্রো. মেসার্স মদিনা ডাইল মিল, ২২৫ খাতুনগলি, কোতোয়ালী, চট্টগ্রাম—কে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে দায়রা-৩৯৫৯/১৮, সিআর-৩১৮/১৫, দায়রা-১১৮৯/২০, সিআর-১৮২৮/১৮, দায়রা-৫৬২১/১৭, সিআর-২১৫৬/১৪, দায়রা-৯৮৫৫/১৭, সিআর-১৮৩৯/১৬, এনআই অ্যাক্ট ১৩৮-এর বিভিন্ন মামলা, অর্থজারী মামলা নং ৫২৫/২৩ সহ একাধিক পরোয়ানা চলমান ছিল।
গ্রেফতারকৃত আসামিকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।