নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্টাফ কল্যাণ মাস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জ, অক্টোবর ২০২৫:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের আয়োজনে অক্টোবর মাসব্যাপী “স্টাফ কল্যাণ মাস” উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা কানিজ ছালেহা এবং মোহাম্মদ ফেরদৌস মিঞা।

প্রধান অতিথি মোহাম্মদ ফোরকান ওয়াহিদ অনুষ্ঠানে কারারক্ষী পরিবারের সদস্যদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতেও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কারারক্ষী পরিবারের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ রাহাত ইসলাম।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *