মো: কামরুল হাসান
“শিশুর হাসি, রাঙা ভোর—উন্নয়নের মূল আলো” প্রতিপাদ্যে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস-২০২৫। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন,
“শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষাদান ও বিকাশে আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শিশু দিবস সমাজকে শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কে আরও সচেতন করে তোলে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। তিনি বলেন,
“একটি শিশুও যেন অবহেলিত না হয়, তা নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ—এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়তে হবে।”
অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা শিশুদের সৃজনশীলতা বিকাশে অভিভাবকদের আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং স্কুলভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।