ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ১২৫নং বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করতে রবিবার (৫ অক্টোবর) বিদ্যালয়ে আসেন তদন্ত কর্মকর্তা বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন খলিফা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা অভিযোগের বিষয়ে সবার লিখিত বক্তব্য গ্রহণ করেন।
অভিযোগকারীদের একজন শারমিন সুলতানা জানান, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তিনি কবির হাওলাদারের জমি দখল করে বিদ্যালয়ের ভবন নির্মাণ করেছেন। এছাড়া তার নামে দুটি মিথ্যা মামলা করেছেন। শিক্ষকের বিরূপ আচরণ ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তরিকতার অভাবে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “বিদ্যালয় কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, তাই আমি কারো জমি দখল করে ভবন নির্মাণ করতে পারি না। অভিযোগকারীদের মধ্যে অনেকেই আমার আত্মীয়, যাদের সাথে পারিবারিক সমস্যা রয়েছে। অভিযোগকারী লাভলী বেগমের সাথে জমিজমা নিয়ে আদালতে মামলা (নং ১৯৮/২৩) চলমান, যেটিকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন খলিফা জানান, “আমরা সরেজমিন তদন্ত করতে এসেছি। তদন্তের স্বার্থে অনেকের লিখিত বক্তব্য নিয়েছি। তদন্ত এখনো চলমান রয়েছে।”