মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
রংপুর বিভাগের কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, যা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে, শুধুমাত্র আমদানির ওপর নির্ভর না করে রপ্তানি বাড়ানোর দিকেও জোর দিতে হবে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরোপয়েন্ট ও উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের ছুটির পর আজ থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বিভাগীয় কমিশনার বলেন, “রপ্তানি বাড়াতে হলে স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদনশীল খাতের প্রসার ঘটাতে পারলে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের স্ত্রী ও অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, কমিশনারের পিএস মোঃ রেজাউল করিম, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সাব্বির হোসেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।