কুড়িগ্রাম প্রতিনিধি
সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেনের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
- কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম
- সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকি
- কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ গোলেনুর বেগম
- কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী
- সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির জেহাদী
- সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বাসমাশিসের ৫ দফা দাবি সমূহ:
১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান নিশ্চিতকরণ।
৩. অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ।
৪. মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা।
৫. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অনুমোদন।