ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের একটি কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা রহমান।

দুপুরে এ কার্যক্রম পরিদর্শন করেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক নান্নু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য এডভোকেট মো. আককাস সিকদার। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

কর্মসূচিতে প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান নাইম খান, সহকারী যুব প্রধান আহমেদ রাজু, স্বাস্থ্যসেবা সমন্বয়ক হ্যাপি আক্তার, আজমানুর রহমান জয়সহ মোট ১২ জন স্বেচ্ছাসেবক।

রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, “শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ তথ্য অমূল্য ভূমিকা রাখে। এজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি চালানো হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *