কুড়িগ্রাম প্রতিনিধি
“শিশুর ভবিষ্যৎ গড়তে আয়, ভেঙ্গে ফেলি অন্তরায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বেলগাছা যুব সংগঠন।
বেলগাছা যুব সংগঠনের সভাপতি রাফি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, ইউপি সচিব আলমগীর কবির, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার মমিন হোসাইন, বেলগাছা যুব সংগঠনের সভাপতি মালতী রানী ও ফিল্ড ফ্যাসিলিটেটর সাবরিনা সুমি। এছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি যা কিশোর-কিশোরীর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। তারা বাল্যবিয়ের কুফল, আইনগত দিক এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় জোর দিয়ে বলা হয়— অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের যেন কোনোভাবেই বাল্যবিয়ের শিকার হতে না হয়, এজন্য গ্রাম পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।