রাজনৈতিক সংকটের পেছনে দুর্নীতিকে দায়ী করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হলো ভয়াবহ দুর্নীতি। তার দাবি, সংসদ সদস্যরা আইন প্রণয়নের পরিবর্তে উপজেলা চেয়ারম্যানের কাজ করছেন, যা তাদের দায়িত্ব নয়।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন সংসদ সদস্যরা রাস্তা উন্নয়ন, ভবন নির্মাণ কিংবা গাড়ি কেনা নিয়েও সিদ্ধান্ত দেন। রাষ্ট্রের সিস্টেমটাই দখলের শিকার হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমি আশাবাদী থাকতে চাই, কিন্তু তারপরও হতাশ হতে হয়। কারণ, আমি যখন প্রগতিশীল সমাজের স্বপ্ন দেখি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ব্যবস্থা চাই, বৈষম্য কমানোর কথা বলি—তখন দেখি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। এমনকি উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই হতাশা আসে।”

আওয়ামী লীগের শাসন নিয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সেই ক্ষতি দেড় বছরে পূরণ সম্ভব নয়।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *