ফুলবাড়ীতে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে এবি পার্টি।

শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত কুড়িগ্রাম-২ আসনের (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বাজার, বালারহাট বাজার, শিমুলবাড়ী শহীদ বাজার ও ফুলবাড়ী বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের কাছে এবি পার্টির নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. নজরুল ইসলাম খান বলেন,
“কুড়িগ্রাম একটি দীর্ঘদিনের অবহেলিত জেলা। এ অঞ্চলের প্রধান সমস্যা বন্যা ও নদীভাঙন। এসব সমস্যা মোকাবিলায় নদীশাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পর্যাপ্ত ফ্লাড সেন্টার নির্মাণ করা হবে।”

তিনি আরও বলেন,
“জেলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মূলে এবি পার্টি অঙ্গীকারবদ্ধভাবে কাজ করবে।”

গণসংযোগ কর্মসূচিতে এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফজর আলী হকসহ ফুলবাড়ী উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *