ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কছিম উদ্দীনের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীবৃন্দ অনুষ্ঠানটির সহযোগিতা ও পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, শিল্পী অনন্ত কুমার দেব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, জেলা এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কছিম উদ্দীনের স্মৃতিচারণ করে আলোচনা সভা হয় এবং তার জনপ্রিয় ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা বলেন, “ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের পর কছিম উদ্দীন ভাওয়াইয়া গানকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু ভাওয়াইয়াই নন, বরং জারি, পালা, পল্লীগীতি ও দেশাত্মবোধক গান রচনা ও পরিবেশনায়ও অনন্য ছিলেন।”

উল্লেখ্য, মোঃ কছিম উদ্দীন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের শিল্পী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ট্রেনিং ক্যাম্পে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতেন। তার রচিত গানের সংখ্যা প্রায় দুই সহস্রাধিক।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *