দেশের অর্ধেকেরও বেশি মানুষ আতঙ্কগ্রস্ত: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে আইনের শাসন নেই, দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে। ফলে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখন আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “এদেশের সকল নাগরিকই এদেশের মালিক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, দাগী আসামি ও খুনিদের মুক্তি দেওয়া হলেও, নিরীহ মানুষদের জেলখানায় আটকে রাখা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডসহ নানা ঘটনায় মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হচ্ছে।

দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারের অন্তত আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে। ক্ষমতার সর্বময় কেন্দ্রীকরণের কারণে দেশ এখন “দুর্নীতির সাম্রাজ্যে” পরিণত হয়েছে।

জিএম কাদের বলেন, “আমরা শান্তি চাই, সুন্দর দেশ চাই। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়া, নির্যাতনের ঘটনা ঘটছে। হিন্দুদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে টার্গেট করা হচ্ছে, অথচ হিন্দুরা সবসময় দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছে।”

তিনি হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আহ্বান জানান এবং বলেন, জাতীয় পার্টি তাদের পাশে থাকবে।

সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারের, তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান— “দেশ চালাতে না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।”

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *