অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

যশোর প্রতিনিধি
অভয়নগরে শারীরিকভাবে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি ও সহযোগীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ভ্যানের যন্ত্রাংশ ও ব্যাটারি।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাতে লিমন শেখ (২৬) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। পরদিন সকালে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের একটি পতিত জমিতে গাছের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনতাই করা হয়েছে।

ঘটনার পর নিহতের বাবা আবুল কাশেম শেখ অভয়নগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করলে পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে গ্রেফতার ও উদ্ধার
২০ আগস্ট সকালে নওয়াপাড়া শিল্পাঞ্চলের নুরবাগ এলাকা থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেন (২৭) কে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির মেঝেতে পুঁতে রাখা ভ্যানের বডি ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এছাড়া অভিযান চালিয়ে বিক্রিকৃত ভ্যানের চারটি ব্যাটারি লিটন, আসানুর ও সঞ্জয়ের হেফাজত থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরও গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন
১. বিল্লাল হোসেন (২৭), পিতা তারিকুল ইসলাম, শংকরপাশা, অভয়নগর, যশোর
২. লিটন (৩৭), পিতা মৃত হাকিম শেখ, বাসুয়াড়ী, অভয়নগর, যশোর
৩. আসানুর (৩৫), পিতা কেরামত মোল্যা, বাসুয়াড়ী, অভয়নগর, যশোর
৪. সঞ্জয় (৩৪), পিতা ধীরেন, পয়গ্রাম, ফুলতলা, খুলনা

উদ্ধারকৃত মালামাল

  • ছিনতাইকৃত ভ্যানের যন্ত্রাংশ
  • ৪টি ব্যাটারি

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *