কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চর গোবিন্দপুরে ভাঙনকবলিত এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় শিক্ষক নুর মোহাম্মদ, কৃষক হারুন-অর-রশীদ, আমিনুল ইসলাম, সমাজসেবক লতিবুর রহমান ভজু, আছাব্বর আলীসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা।

বক্তারা জানান, গত ১৫-১৬ দিনে পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমারের ভাঙনে তিন শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া গাছপালা, বাঁশঝাড়, শাকসবজির ক্ষেত, মৌসুমি ফসল ও অসংখ্য আবাদি জমি নদীতে হারিয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বন্যা আশ্রয়কেন্দ্র, তিনটি মসজিদ ও দুটি সেতু।

তারা দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *