নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের উপর চলমান নির্যাতন, খুন ও গুমের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন— বাসাসের স্থায়ী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি অধ্যাপক সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি।
রাজশাহী সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বাসাস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন— বাসাস রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, পবা উপজেলা শাখার সভাপতি সরদার দুলাল মাহবুব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সিটি প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন হাসান ও মিলন শেখসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হয়রানি রোধে দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।