হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিদি। নাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে গরিব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ছানি পড়া রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় অপারেশন ও ওষুধ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হয়।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাবলিক ক্লাবের আয়োজনে এবং দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শিবিরটি অনুষ্ঠিত হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এই সেবা প্রদান করেন। শিবিরে প্রায় ২০০ জন স্থানীয় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হিলি পাবলিক ক্লাবের সভাপতি মুরাদ ইমাম কবির, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *