কুড়িগ্রামে ‘ফুল’ শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ফাইট আনটিল লাইট (ফুল) শিক্ষা বৃত্তি ২০২৪ সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

প্রোগ্রাম অফিসার আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) রিমা আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে জেলার ২৬ জন স্কুল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *