কুড়িগ্রামে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনালে শহীদ নুর আলম স্পোর্টিং ক্লাব ২-১ গোলে শহীদ রাজীব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘জুলাই ঐক্য, কুড়িগ্রাম’ এবং সার্বিক সহযোগিতায় ছিল কুড়িগ্রাম জেলা পরিষদ।

খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইনসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশপ্রেমী ও সংগঠক আনোয়ার হোসেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *