কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সারুফ রানা রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন রাসেলের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, মেফতাহুল ইসলাম ও আবু জোবায়ের প্রমুখ।
বক্তারা বলেন, “গত ২৯ জুলাই দিবাগত রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। কিন্তু হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
তারা আরও বলেন, “আমরা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কুড়িগ্রামের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।