কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা করেছে এবি পার্টি।
“অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকার”—এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটির ৩৬ দিন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এবি পার্টি কুড়িগাম জেলা শাখার আয়োজনে শহরের সবুজ পাড়া কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়, যেখানে আয়োজিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. মোঃ নজরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজর আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের আন্দোলন।”
এসময় নেতারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখযোগ্য যে, কর্মসূচিতে অন্তত দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।