নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১ আগস্ট ২০২৫:
রাজধানীর গুলশানে “বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক” পরিচয়ে চাঁদাবাজির মামলায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজির অর্থে ক্রয় করা মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে।
গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে অপুকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে চাঁদাবাজির অর্থে কেনা ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, জানে আলম অপু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, চাঁদাবাজির মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়েই তিনি মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় ইতোমধ্যে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির অর্থ উদ্ধার এবং মামলার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গুলশান থানা পুলিশ বলেছে, “চাঁদাবাজি, প্রতারণা ও অপপ্রচারের মাধ্যমে কেউ যাতে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেজন্য আমরা নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছি।”