কুড়িগ্রাম প্রতিনিধি:
“ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান” স্মরণে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫।
শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার (রংপুর) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, কুড়িগ্রাম।
গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজার রহমান
- বিজিবি কুড়িগ্রাম সেক্টরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স
- অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা
- জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা
- যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব
- টিটিসির অধ্যক্ষ এএসএম রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধারা এক অবিস্মরণীয় ভূমিকা রেখে চলেছেন। বিদেশে কষ্ট করে অর্জিত অর্থ দেশের অর্থনীতিকে সচল রাখছে। সরকার এই যোদ্ধাদের সম্মান জানাতে এবং আরও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।
সম্মাননা ও পুরস্কার:
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুইজন প্রবাসীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা তার বক্তব্যে বলেন,
“রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অর্থনীতির প্রকৃত নায়ক। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও শ্রদ্ধাবোধ থেকেই এই দিবস পালিত হচ্ছে। ভবিষ্যতেও তাদের প্রশিক্ষণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সকল বিভাগকে একযোগে কাজ করতে হবে।”