কুড়িগ্রাম প্রতিনিধি, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি হাসপাতাল ও দপ্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান।
পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের সেবার মান, রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং মাঠপর্যায়ের কর্মীদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করেন।প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে মাঠপর্যায়ের কর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।