নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম, ৩০ জুলাই ২০২৫:
চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানার একটি বিশেষ অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা ও ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা উদ্ধারসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক থেকে ড্রাইভার মো. ফাহিম (৩০) সিএনজি চালিয়ে গ্যারেজে ফেরার পথে আগ্রাবাদ ব্র্যাক ব্যাংকের সামনে তার গাড়িটি বিকল হয়ে পড়ে। এ সময় ফাহিম গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন। ঠিক তখনই চারজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার কাছে এসে ধারালো ছোরা দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে পাশের নালায় ফেলে দিয়ে সিএনজিটি ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই সিএনজির মালিক থানায় অভিযোগ করলে ২৯ জুলাই ডবলমুরিং থানায় মামলা (নং-৩৬, ধারা-৩৯২ দণ্ডবিধি) রুজু করা হয়।
ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল — এসআই শহীদুল আলম পারভেজ, এসআই আনিসুর রহমান, এসআই মোবিনুল ইসলাম, এএসআই আজিজুল হক ও এএসআই আব্দুল্লাহ আল মামুন — সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে নোয়াখালীর সুধারাম থানাধীন মতিপুর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি, একটি ছোরা এবং ছিনতাই কাজে ব্যবহৃত অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
- মোঃ ইউসুফ ওরফে নয়ন (২১), পিতা- মোঃ হানিফ, পটুয়াখালী।
- মোঃ আকাশ (২১), পিতা- মৃত মনিরুল ইসলাম, চট্টগ্রামের সাতকানিয়া।
- মোঃ মাসুদ (২২), পিতা- সিরাজুল ইসলাম, কুমিল্লার চান্দিনা।
- মোঃ শহিদুল ওরফে শরীফ (২১), পিতা- মোঃ মোশাররফ, নোয়াখালীর চর জব্বর।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম মহানগরীতে সক্রিয় ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের নিকট থেকে মোবাইল, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার অপরাধে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।