মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের উলিপুরে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস.এম. নুরে এরশাদ সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে দুর্গাপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলার ৮টি ইউনিয়ন প্রদক্ষিণ করে উলিপুরে এসে শেষ হয় শোভাযাত্রা। পরে উলিপুর পৌর এলাকায় গণঅধিকার পরিষদের নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু তানভীর সুমন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মুন্সী। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন,
> “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি। উলিপুরবাসী এবার ‘ট্রাক’ প্রতীকে আমাকে নির্বাচিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সুযোগ দেবেন। আমি এই এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানবসেবায় নিজেকে নিবেদিত করতে চাই।”
দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে ঘিরে গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা হলো বলে জানান নেতৃবৃন্দ।