জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘আমার চোখে জুলাই বিপ্লব, তারুণ্যের আইডিয়ায়’ স্লোগানকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা জামায়াত আমীর মো. নিজাম উদ্দিন, সাংবাদিক ও বিএনপি নেতা সাইয়েদ আহমেদ বাবু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *