নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৭ জুলাই ২০২৫:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২,০০০ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ বাধন (২৪), আলমগীর ওরফে পরী (৩৫) এবং আব্দুল মান্নান (৪৫)।
শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্র জানায়, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোডে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৩,৮৪০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে রেখেছিল বলে স্বীকার করেছে।
ঘটনার সময় আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।