ঢাকা, ২৬ জুলাই ২০২৫ (শনিবার):
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ, ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ, এবং জাতিসংঘের মাধ্যমে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ অনুসন্ধান প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও বিগত ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়।
বৈঠকে হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন—
মাওলানা খলিল আহমদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফায়তুল্লাহ আজহারী।
সরকারি পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান উপদেষ্টা বলেন, “সবার নিরাপত্তা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। অতীতের ভুল ও বেদনার সঠিক পর্যালোচনার ভিত্তিতে নতুন সমাজগঠনেই শান্তি ও অগ্রগতির পথ সুগম হবে।”