কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ” অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৬ জুলাই ২০২৫

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ” অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের হলরুমে ভার্চুয়ালি এই শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরাত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোহেলী পারভীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে “জুলাই আন্দোলনে” শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এরপর ভার্চুয়ালি প্রামাণ্যচিত্র প্রদর্শন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদসহ রাষ্ট্রীয় অতিথিদের বক্তব্য সম্প্রচার এবং “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,

“সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলার অসহায়, অস্বচ্ছল ও প্রতিবন্ধী মানুষ নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। পাশাপাশি বেকার তরুণ-তরুণীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। আমাদের উচিত চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই সেবা পৌঁছে দেওয়া, যাতে তারা কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নত করতে পারে।”

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *