কুড়িগ্রামে রাতের আঁধারে ঝুলন্ত নৌকা: আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৫ জুলাই ২০২৫কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের আঁধারে সড়কের মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫) বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে দেন। একইসঙ্গে সেখানে ডিজিটাল ব্যানারে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান সংবলিত ব্যানারও টানানো হয়।শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারে থাকা ছবি দেখে অভিযুক্ত ময়নাল হককে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনাটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর অভিযুক্ত বারেককে গ্রেফতারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের কার্যকলাপকে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *