নিজস্ব প্রতিবেদক
ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “দেশে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও পাচ্ছে না।” তিনি বলেন, উত্তরায় মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি জাতির জন্য গভীর দুঃখ ও ব্যর্থতার প্রতিচ্ছবি।
গতকাল (বৃহস্পতিবার) রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার আনিস বলেন, “এই দুর্ঘটনায় নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে সরকারকে। একই সময়ে সচিবালয়ে হামলার ঘটনা রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আঘাত। এই দুই ঘটনা মিলিয়ে জাতি আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণ আজ শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। আমরা জাতীয় পার্টিকে শুধু বিরোধী শক্তি হিসেবে নয়, একটি বিকল্প নেতৃত্বে পরিণত করতে চাই, যারা এই জাতিকে নতুন পথ দেখাবে।”
সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম নতুন স্বপ্ন দেখছে। তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টি নতুনভাবে সংগঠিত হবে।”
তিনি বলেন, “জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দল জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করে। তাই রাজপথে জনগণের স্বার্থে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
সভায় আরও বক্তব্য রাখেন:
জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, লিয়াকত হোসেন খোকা, মাসরুর মওলা, এম এ রাজ্জাক খান, মাসুদুর রহমান মাসুম, সুজন দে, আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।