নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (শুক্রবার)
রাজধানীর রামপুরা এলাকায় এক ঠিকাদারের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে উত্তরা থেকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকৃত পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া, আশকোনা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার পটভূমি:
ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই রাতে নরসিংদী থেকে প্রজেক্ট দেখে বনশ্রীতে নিজ বাসায় ফেরার পথে তিনি অসুস্থ বোধ করলে বনশ্রী মেইন রোডের একটি হোটেলের সামনে গাড়ি থামিয়ে নামেন। তখন তার ব্যক্তিগত ড্রাইভার এবং পাশে থাকা এক অজ্ঞাত যুবক তাকে ধরে আবার গাড়িতে তুলেন। পরে বাসার নিচে পৌঁছালে সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয় এবং কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে রামপুরা থানায় এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে ইয়াসিন আশকোনা এলাকায় আত্মগোপন করেছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার ভাড়া বাসার বেডরুমে বালিশের নিচ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ইয়াসিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।