কুড়িগ্রাম প্রতিনিধি | ২৪ জুলাই ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৬টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকায় বিভিন্ন পেশার মানুষ, তরুণ সমাজকর্মী এবং রাজনৈতিকভাবে সক্রিয় নেতারা স্থান পেয়েছেন। কুড়িগ্রাম-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম অঞ্চলের পরিচিত মুখ নুরে এরশাদ সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি এবং কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছে গণঅধিকার পরিষদ। দলটি বিশ্বাস করে, তরুণ নেতৃত্ব ও তৃণমূলে জনপ্রিয় প্রার্থীদের মাধ্যমে তারা জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারবে।
দলীয় প্রতিনিধিরা জানান, মনোনীতদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নুরে এরশাদ সিদ্দিকীও কুড়িগ্রাম অঞ্চলে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে জনসেবায় কাজ করে যাচ্ছেন।