কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৪ জুলাই ২০২৫কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক এবং ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শিক্ষক আমিনুর রহমান এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কোদালকাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের হুমকিতে রয়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আরও হাজারো মানুষ ভিটেমাটি হারাবে।মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল কুড়িগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *