যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি | ২৩ জুলাই ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ।

বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রায়েরবাগ এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ অবৈধ মাদক সরবরাহ করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *