কুড়িগ্রাম প্রতিনিধি : ২৪ জুলাই ২০২৫
কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন—
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম,
বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার,
এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের,
উপজেলা প্রশাসন একাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান এবং
ত্রিমোহনী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, ঠিক তেমনি দেশের লাখো কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ থাকা উচিত। এই বৈষম্যমূলক আইন শিক্ষা ব্যবস্থায় বৈসাদৃশ্য সৃষ্টি করছে।
তারা অবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবিতে বর্তমান নীতিমালার সংশোধনের আহ্বান জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।