কুড়িগ্রাম প্রতিনিধি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টায় কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ায় জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁন।সভার শুরুতেই জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল দলের জেলা কমিটির সদস্যদেরকে নিয়মিত মাসিক আর্থিক অনুদানের মাধ্যমে সংগঠনকে আর্থিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান।
পরে মো. আলমগীর হোসেনকে আহ্বায়ক ও নুরজামালকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এবি পার্টির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. একরাম আলী, মো. শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় দলীয় কার্যক্রম জোরদার করা, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।