বিশেষ প্রতিনিধি: মুজাহিদ খাঁন কাওছার
ঢাকা, ২২ জুলাই:
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কমিটিতে মোট ৩৭ সদস্য স্থান পেয়েছেন এবং আগামী দুই বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।
ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “২০০৬ সালে গঠিত ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের এই ফোরাম দীর্ঘদিন ধরে সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফোরামের সদস্যরা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় কাজ করে যাচ্ছেন।”
নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতি সকল সদস্য শুভকামনা জানিয়েছেন এবং ভবিষ্যতেও ফোরামকে একটি সক্রিয় ও জনবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।