কুড়িগ্রাম প্রতিনিধি, ছেলে হত্যার এক বছর পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের প্রকৃত ঘটনা। কি ঘটেছিল জোবায়ের হোসেন আমিনের সাথে? পরিবারের দাবি—তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়।২০২৩ সালের ১৯ জুলাই রাতে নিখোঁজ হন জোবায়ের। পরদিন নদীতে ভেসে ওঠে তাঁর বিকৃত লাশ। ঘটনার পর চিলমারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে নাম উল্লেখসহ ৬-৭ জনকে আসামি করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অভিযুক্তরা।
এ প্রেক্ষিতে আজ রোববার (২০ জুলাই) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ ফটকের সামনে নিহত জোবায়েরের বাবা আব্দুল জলিল ব্যানার হাতে একা দাঁড়িয়ে সন্তান হত্যার বিচার দাবি করেন। তাঁর সঙ্গে মানববন্ধনে অংশ নেন স্থানীয় নারী-পুরুষরাও।
মানববন্ধনে বক্তারা বলেন, “এক বছরে একটি হত্যা মামলার আসামিরা ধরা না পড়া হতাশাজনক। আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।”
তাঁরা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় মানুষের মধ্যে আস্থা কমে যাচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর ইউনিটের কাছে তদন্তাধীন রয়েছে।