নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম, ১৯ জুলাই ২০২৫:
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে ৭টা ২৫ মিনিটের মধ্যে সদরঘাট থানাধীন শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইনের পূর্ব পাশের একটি অন্ধকারাচ্ছন্ন ফাঁকা স্থান থেকে তাদের গ্রেফতার করে সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিমের নেতৃত্বে পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি:) মোহাম্মদ শাহাদাত হোসেন এবং মোবাইল-২৪ ও ঈগল-২৪ টিমের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো—
১. মো. রকি হাসান আবদুল্লাহ শফিক (২২) – চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা; বর্তমানে পুরাতন রেলস্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাসরত।
২. মো. নাজমুল হাসান (২৯) – কুমিল্লা কোতোয়ালীর বাসিন্দা; বর্তমানে পুরাতন রেলস্টেশন এলাকায় ভাসমান।
৩. জসিম উদ্দিন ওরফে আনোয়ার হোসেন (৩২) – কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বাসিন্দা; বর্তমানে পুরাতন রেলস্টেশন এলাকায় ভাসমান।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি:) মানিক ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পলাতক আসামি মো. নয়ন (২৭)– পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের বাসিন্দা; বর্তমানে সাহেবপাড়া রেলী কলোনি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত—তাকে গ্রেফতার করেন।
সদরঘাট থানায় তাদের বিরুদ্ধে মামলা নম্বর-০৩, তারিখ-১৯/০৭/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. রকি হাসানের বিরুদ্ধে ২টি এবং মো. নয়নের বিরুদ্ধে ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।